ঢাকা     শুক্রবার   ১৭ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৩ ১৪৩১

কুমিল্লা ইপিজেডে সাংবাদিক লাঞ্ছিত 

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ১৬ জানুয়ারি ২০২৫  
কুমিল্লা ইপিজেডে সাংবাদিক লাঞ্ছিত 

কুমিল্লা ইপিজেড-এ সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলার অভিযোগ

কুমিল্লায় এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) এ সংবাদ সংগ্রহ করতে গেলে এক সাংবাদিকের উপর হামলা করার অভিযোগ উঠেছে ইপিজেড আনসারকর্মীরা ও বেপজা সিকিউরিটি গার্ডদের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরের কুমিল্লায় এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) ১নং গেইটের সামনে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলে স্থায়ী কয়েক সংবাদ কর্মীরা জানায়, বৃহস্পতিবার বিকালে নগরীর ইপিজেডের এলাকাবাসীর আয়োজনে একটি মানববন্ধনের সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকরা ইপিজেড গেইটে গেলে সেখানকার দায়িত্বরত আনসারকর্মীরা সাংবাদিকদেরকে ঢুকতে বাধা দেন।

বেপজা কর্তৃপক্ষের অনুমতি নিতে গেলে তারা গণমাধ্যমকর্মীদের কোনো কথা না শুনেই তাদেরকে গায়ে ধাক্কা দিয়ে বের করে দেন। এসময়, সোনালী নিউজের জেলা প্রতিনিধি মঈন নাসের খান রাফিকে ধাক্কা দিয়ে লাঞ্ছিত করে আনসারকর্মীরা। এসময় সাংবাদিক রাফির শরীরে আঘাত লাগে ও হাত কেটে রক্তাক্ত হয়ে যায়। সেখানে বেশ কয়েকটি গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

সরেজমিনে উপস্থিত থাকা দৈনিক আমাদের কুমিল্লার রিপোর্টার জাহিদ হাসান নাইম বলেন, “আমরা সংবাদ সংগ্রহের জন্য এসেছিলাম। ইপিজেড-এর ভিতর দিয়ে অন্য পাশের গেটে যাওয়ার জন্য অনুমতি চেয়েছিলাম। কিন্তু বেপজা সিকিউরিটি গার্ড ও আনসার কর্মীরা কোনো কথা না শুনেই উচ্চ বাক্য করতে থাকে। এক পর্যায়ে তারা সাংবাদিক রাফির গায়ে হাত তোলে। আমি এই ঘটনা তীব্র নিন্দা জানাই।” 

চ্যানেল এস এর কুমিল্লা প্রতিনিধি রাজিব সাহা বলেন, “আমরা গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহে যাব। সেখানে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে এটা তো তারা আগে থেকেই অবগত। আনসার কর্মীরা সুন্দরভাবে বুঝিয়ে না বলেই শুরু থেকেই উচ্চ বাক্যে কথা বলে এবং গণমাধ্যম কর্মীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এক পর্যায়ে সাংবাদিক রাফির গায়ে হাত তোলে। এটা তারা ঠিক করেনি আমরা তীব্র নিন্দা জানাই।” 

এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা বেপজার নিবার্হী পরিচালক আবদুল্লাহ আল মাহবুবকে একাধিকবার মুঠোফোনে কল দিয়েও পাওয়া যায়নি।

ঢাকা/রুবেল/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়