লড়াই এখনো শেষ হয়নি: জামায়াতের আমির
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
লড়াই এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘‘সামনে এখনো অনেক লড়াই রয়ে গেছে। আমাদের সন্তানেরা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’- যে স্লোগান দিয়েছে, আমরাও সেই একই স্লোগান দিব। সেই যুদ্ধে আমরা সবাই নিজের জন্য ও প্রিয় দেশের জন্য শরিক হবো। দেশ যদি ভালো থাকে, আমিও ভালো থাকব। দেশ যদি ভালো না থাকে, আমিও ভালো থাকব না।’’
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে মাগুরা শহরের নোমানী ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
দল নয়, ধর্ম নয়, সকল মানুষ সমান— এই নীতির ভিত্তিতে দেশ পরিচালিত হবে প্রতিশ্রুতি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘‘আমরা কথা দিচ্ছি, যদি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে সমস্ত ইসলামিক দল, দেশপ্রেমিক দল, সামাজিক দলকে সঙ্গে নিয়ে সরকার পরিচালনার সুযোগ পাই, ইনশাআল্লাহ একটা মানবিক দেশ আমরা উপহার দেবো।’’
তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘‘আমাদের সমাজ পেশাগত দায়িত্ব পালনকারী নারীদের দুটি জিনিস দিতে পারেনি। একটি হচ্ছে সম্মান, আরেকটি হচ্ছে নিরাপত্তা। আমরা কথা দিচ্ছি, মায়েরা নিরাপত্তা এবং সম্মানের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন। জাতি গঠনে তারাও সমানতালে অবদান রাখবেন।’’
জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘‘অনেকে বলেন আমরা নারীদের কোণঠাসা করে ঘরের ভিতরে রাখব। না, বরং রাসূল (স.) সকল কর্মক্ষেত্রে যেমন তাদের মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে কাজের সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন, আমরাও সেভাবে তাদের প্রতি চরম সম্মান রেখে সেই ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ।’’
নারীদের মর্যাদা নিশ্চিত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘‘এই দেশে একজন মা, তিনি ঘরের ভিতরে থাকবেন নিরাপদ, রাস্তায় বের হলে তিনি হবেন সম্মানিত, কাজের ময়দানে তিনি হবেন মর্যাদা প্রাপ্ত। তার যদি প্রয়োজন হয় সামাজিক ক্ষেত্রে বা কোনো কর্মক্ষেত্রে যোগদানের, সেই দক্ষতা-যোগ্যতা যদি তার থাকে, তবে তিনি অবশ্যই যোগ্য জায়গায় পৌঁছে যাবেন।’’
সবাইকে সালাম এবং অন্য ধর্মাবলম্বীদের আদাব জানিয়ে সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াতের আমির।
মাগুরা জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, যশোর জেলা শাখার সাবেক আমির আজিজুর রহমান, মাগুরা জেলা শাখার সাবেক আমির আব্দুল মতিন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির ড. আলমগীর বিশ্বাস, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মওলান বদরুউদ্দিনসহ অন্যান্য নেতা-কর্মীরা।
ঢাকা/শাহীন/বকুল