ঢাকা     শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১২ ১৪৩২

সবকিছুর সংস্কার অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয়: গোলাম পারওয়ার

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ১৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:৩৫, ১৭ জানুয়ারি ২০২৫
সবকিছুর সংস্কার অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয়: গোলাম পারওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, ‍“দেশের সবকিছু সংস্কার করা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয়। এজন্য নির্বাচিত সরকার দরকার। তাদের নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত।”

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী এলাকায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার গ্রামের বাড়িতে তার বউ ভাতের দাওয়াতে এসে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পারওয়ার বলেন, “অন্তর্বর্তী সরকার নির্বাচনের যে ধারণা পেশ করেছে, এর চেয়ে লম্বা সময় নেওয়া উচিৎ নয়।”

আরো পড়ুন:

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হোসেন, কেন্দ্রীয় সদস্য নুর এ এরশাদ সিদ্দিকি, জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশ উপস্থিত ছিলেন। 

ঢাকা/বাদশাহ/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়