ঢাকা     শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৯ ১৪৩১

হবিগঞ্জে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

হবিগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ১৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:৪৫, ১৯ জানুয়ারি ২০২৫
হবিগঞ্জে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

ফাইল ফটো

হবিগঞ্জ শহরের নতুন স্টেডিয়ামের পাশের একটি জমি থেকে মঞ্জব আলী (৫৩) নামে এক মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবির।

মারা যাওয়া মঞ্জব আলী সদর উপজেলার লুকড়া মধ্য গ্রামের মৃত রওশন আলীর ছেলে। 

আরো পড়ুন:

ওসি আলমগীর কবির বলেন, “সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ নতুন স্টেডিয়ামের পাশের একটি জমি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরিচয় জানতে পেরে পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। তারা এসে মরদেহ শনাক্ত করেন। পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট করেছে। মঞ্জব আলীর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।”

পরিবারের বরাতে তিনি আরো বলেন, “মারা যাওয়া ব্যক্তি গত ১০-১২ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। অধিকাংশ সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন তিনি। তার পরিবার ও স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন।”

ঢাকা/আজহারুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়