ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

বিএনপি নেতার বাড়িতে মিলল মাদক ও টাকা, স্ত্রী-ছেলে গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ১৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:০১, ১৯ জানুয়ারি ২০২৫
বিএনপি নেতার বাড়িতে মিলল মাদক ও টাকা, স্ত্রী-ছেলে গ্রেপ্তার

গ্রেপ্তার বিএনপি নেতা লিয়াকত আলীর ছেলে আব্রাহাম লিংকন ও স্ত্রী কাজল রেখা (ডানে)

কুষ্টিয়ার দৌলতপুরের মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা ও এক হাজার পিস ইয়াবা জব্দ করেছে যৌথবাহিনী। এসময় ওই নেতার স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। 

রবিবার (১৯ জানুয়ারি) ভোরে মরিচা ইউনিয়নের বৈরাগীচর এলাকায় লিয়াকতের বাড়ি থেকে মাদক ও টাকা জব্দ হ্য় বলে নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা। 

পুলিশ জানায়, আজ ভোরে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক লিয়াকতের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযান চলাকালে বাড়িটি থেকে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা ও এক হাজার পিস ইয়াবা জব্দ করে যৌথবাহিনী। পরে লিয়াকতের স্ত্রী কাজল রেখা (৪৬) ও ছেলে আব্রাহাম লিংকনকে (২০) গ্রেপ্তার করা হয়। লিয়াকত দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় তিনি বাড়িতে ছিলেন না।  

আরো পড়ুন:

অভিযোগের বিষয়ে কথা বলার জন্য লিয়াকত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 

দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদ সরকার মঙ্গল বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। যদি এমন হয়ে থাকে, তাহলে তার (লিয়াকত) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, “সেনাবাহিনী ও পুলিশ লিয়াকতের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা ও এক হাজার পিস ইয়াবা জব্দ করেছে। এসময় তার স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। মামলা হয়েছে। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।”

ঢাকা/কাঞ্চন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়