ঢাকা     শুক্রবার   ১৪ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৯ ১৪৩১

আ. লীগকে সংগঠিত করতে ৩০ লাখ টাকার ফান্ড তৈরির অভিযোগ

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ১৯ জানুয়ারি ২০২৫  
আ. লীগকে সংগঠিত করতে ৩০ লাখ টাকার ফান্ড তৈরির অভিযোগ

দলীয় নেতাদের সুসংগঠিত করতে ৩০ লাখ টাকা ফান্ড সংগ্রহের অভিযোগে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (১৯ জানুয়ারি) খাগড়াছড়ি পৌর শহরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের থানায় হস্থান্তর করেছে ডিবি পুলিশ বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর মডেল থানার ওসি আব্দুল বাতেন মৃধা।

ওসি আব্দুল বাতেন মৃধা জানান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুসংগঠিত করতে প্রায় ৩০ লাখ টাকা ফান্ড সংগ্রহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা আওয়ামী লীগে সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিব শংকর দেবকে গ্রেপ্তার করা হয়েছে। শিব শংকর দেবকে সরকারি মহিলা কলেজ এলাকার একটি বাসা থেকে এবং আবুল কালাম আজাদকে তার কলেজ গেইটের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

তিনি আরো জানান, আবুল কালাম আজাদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আবুল কালাম আজাদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শিব শংকর দেব এখনো থানায় পুলিশ হেফাজতে আছেন।

ঢাকা/রূপায়ন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়