কুড়িগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাসচাপায় আব্দুস সাত্তার (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সাত্তার ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পাগলাহাট চর এলাকায়। তিনি কুড়িগ্রাম জজ কোর্টের মুহুরি ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আরোহীর মৃত্যু হয়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ‘‘প্রাথমিকভাবে জানা গেছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/সৈকত/রাজীব