ঢাকা     শনিবার   ২৬ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৩ ১৪৩২

ঝালকাঠিতে ভোটার তালিকা হালনাগাদ শুরু

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ২০ জানুয়ারি ২০২৫  
ঝালকাঠিতে ভোটার তালিকা হালনাগাদ শুরু

ঝালকাঠিতে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে

ঝালকাঠিতে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। এ কাজে জেলায় ২৫২ জন তথ্য সংগ্রহকারী এবং ৫৪ জন সুপারভাইজারসহ মোট ৩২৫ জন নিয়োগ দেওয়া হয়েছে। 

নতুন ভোটার সংযোজন এবং মৃতদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। এ কার্যক্রম আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলবে।

ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য অনেকে নির্বাচন অফিসে গিয়েও তথ্য দিচ্ছেন।

আরো পড়ুন:

জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ জানান, ১ আগস্ট ২০০৮ বা তার আগে যাদের জন্ম হয়েছে কিন্তু কোনো কারণে ভোটার হতে পারেনি, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। যে সব ভোটার মারা গেছেন এবং তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়নি, তাদের কর্তন করার মাধ্যমে এ তালিকা হালনাগাদ করা হচ্ছে।
 

ঢাকা/অলোক/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়