গাছের মালিককে পেটাল রস চোররা
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মারধরে আহত খেজুর গাছের মালিক রাসেল খন্দকার
ঝিনাইদহের কোটচাঁদপুরে খেজুর গাছের রস চুরি করতে দেখে ফেলায় গাছের মালিক রাসেল খন্দকারকে মারধর করেছে চোর চক্রের সদস্যরা বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার সলেমানপুর সরদার পাড়া মসজিদের সামনে ঘটনাটি ঘটে।
কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার বলেন, “ঘটনার পর আহত রাসেল থানায় এসেছিলেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। হয়তো পরে অভিযোগ করতে আসতে পারেন। তবে, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।”
আহত রাসেল খন্দকার সলেমানপুর গ্রামের আজিজুল হক খন্দকারের ছেলে।
আহত রাসেল খন্দকার জানান, সলেমানপুর ঘোষ পাড়ার মাঠে তার খেজুর গাছের বাগান। গাছ কেটে রেখে আসার পর রস চুরি হয়ে যায়। গত রবিবার রাতে চোর ধরতে মাঠে পাহারা দিচ্ছিলেন। এ সময় ৭-৮ জনের একটি দল রস গাছ থেকে রস নিয়ে ভ্যানে করে যাচ্ছিল। তাদের গতিরোধ করলে, তারা রস নিয়ে চলে যায়। এসময় তারা তাকে দেখে নেবে বলেও জানায়।
তিনি আরো জানান, রাতের ঘটনা তিনি ভুলেই গিয়েছিলেন। আজ দুপুরে তিনি ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। সলেমানপুর সরদার পাড়ার মসজিদের সামনে আসলে চোর চক্রের সদস্যরা তাকে আটকায়। তারা দা, রড ও লাঠি দিয়ে রাসেল খন্দকারকে পেটাতে শুরু করে। এ সময় স্থানীয়রা ছুটে আসলে তারা (চোর) পালিয়ে যায়। পরে স্বজনদের সহায়তায় হাসপাতালে ভর্তি হন তিনি। ওই ঘটনার সঙ্গে জড়িত আতিক নামের একজনকে চিনতে পেরেছেন বলেও জানান রাসেল খন্দকার।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাফসান রহমান বলেন, “আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ