ঢাকা     শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১২ ১৪৩২

ছাত্রদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ২১ জানুয়ারি ২০২৫  
ছাত্রদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানবন্ধন করেছেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মেডিকেল কলেজ ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে হামলাকারীদের শাস্তি দাবির পাশাপাশি মেডিকেল কলেজ ক্যাম্পাসে যেন কোনো ছাত্র সংগঠন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে-তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

আরো পড়ুন:

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার পরও সাম্প্রতি ছাত্রদল তাদের বিভিন্ন কর্মসূচি পালন করছিল। গত ১৯ জানুয়ারি মেডিকেল কলেজের মনসুর খলিল ছাত্রাবাসে ছাত্রদল আয়োজিত কর্মসূচির প্রতিবাদ করে কিছু শিক্ষার্থী। তখন দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়। এরই জেরে গতকাল সোমবার (২০ জানুয়ারি) রাতে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রদল সমর্থিত কিছু শিক্ষার্থী। এতে দুই জন আহত হন। আহতরা হলেন- এমবিবিএস প্রথম বর্ষের সাজ্জাদ হোসেন নাদিম ও ইকরামুল খান। পরে মেডিকেল কলেজের শিক্ষকরা ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিকেলে শিক্ষার্থীরা অধ্যক্ষের সঙ্গে আলোচনায় বসেন।

মানববন্ধনে অংশ নেন মেডিকেল কলেজটির শিক্ষার্থী এসএম রাকিবুল ইসলাম ও নাজমুল বাশার নাঈমসহ অন্যরা।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্য‌ক্ষ ডা. মো. মজিবুর রহমান বলেন, ‍“ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার ব্যাপারে আরো কঠোর ব‌্যবস্থা নেওয়া হবে। ২০ জানুয়ারি রাতে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন নাদিম ও ইকরামুল খানের ওপর হামলার বিষয়টিও আমরা তদন্ত করে দেখছি।”

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়