ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিবচরে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা: আসামিদের গ্রেপ্তার দাবি

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ২১ জানুয়ারি ২০২৫  
শিবচরে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা: আসামিদের গ্রেপ্তার দাবি

মাদারীপুরের শিবচর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও সহপাঠীরা। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার বাবলাতলা বাজারে এ মানববন্ধন করা হয়। এ সময় আসামিদের গ্রেপ্তারের দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া স্বজন ও এলাকাবাসী। নিহত স্কুলছাত্রী উপজেলার কাইমউদ্দিন হাজির কান্দি গ্রামের বাসিন্দা।

আরো পড়ুন:

একই গ্রামের আবুল কালাম সরদারের ছেলে পেয়ার হোসেনের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ৭ম শ্রেণির ওই শিক্ষার্থী। এলাকায় বিচার না পেযে গত ২ জানুয়ারি নিজের বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনায় ওই দিন নিহতের বড় ভাই বাদী হয়ে শিবচর থানায় ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় পিয়ার হোসেনকে প্রধান করে ১১ জনকে আসামি করা হয়।

এ বিষয় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘‘আমি থানায় নতুন যোগ দিয়েছি। মামলা হলে অবশ্যই আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর থাকবে।’’
 

ঢাকা/বেলাল/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়