কমিটি বাতিলের দাবিতে পদ বঞ্চিত যুবদল নেতাদের বিক্ষোভ
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সোমবার বিকেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন হিরণ ইউনিয়ন যুবদলের পদ বঞ্চিত নেতাকর্মীরা
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পদ বঞ্চিত নেতাকর্মীরা।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভ শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে হিরণ ইউনিয়ন যুবদলের পদবঞ্চিত সভাপতি প্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা মহাসিন শেখ ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক দিদার বক্তব্য দেন।
পদবঞ্চিত নেতা মহাসিন শেখ বলেন, “গত ১১ জানুয়ারি মাঝবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে হিরণ ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে থানা কমিটির নেতারা কমিটি ঘোষণা না করে সম্মেলনস্থল ত্যাগ করেন। এর ১১ দিন পর রাতের আধাঁরে ঘাঘর বাজারে দলীয় কার্যালয়ে বসে মো. হানিফ মিয়াকে সভাপতি ও মো. সাদ্দাম মৃধাকে সাধারণ সম্পাদক করে হিরণ ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণার পর পদ বঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। এই কমিটি যতদিন বাতিল করা না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে।”
কোটালীপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বলেন, “হিরণ ইউনিয়নের যুবদল যে কমিটি তা সাংগঠনিকভাবেই গঠন করা হয়েছে। এই কমিটি বাতিলের কোনো সুযোগ নেই।”
ঢাকা/বাদল/মাসুদ