পার্বতীপুর-সান্তাহার ও ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে দিনাজপুরের হিলির সঙ্গে সান্তাহার ও পার্বতীপুরসহ সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে হিলি রেলস্টেশনে জাকির হোসেন নামে এক যাত্রী বলেন, “রাজশাহীতে যাব, সেখানে আমার সন্তান পড়ালেখা করে। ট্রেন বন্ধ আমি জানতাম না। এখন রাজশাহীতে কিভাবে যাব বুঝতে পারছি না।”
লাইলা বেগম নামে অপর এক যাত্রী বলেন, “রূপসা ট্রেনে খুলনায় যাওয়া কথা ছিল। স্টেশনে এসে জানতে পারলাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতো দূরের রাস্তা কিভাবে যাব?”
আরো পড়ুন: রাজশাহী স্টেশনে ভাঙচুর চালিয়ে টাকা ফেরত নিয়ে গেলেন যাত্রীরা
হিলি রেলওয়ে স্টেশনমাস্টার বিশ্বনাথ কয়াল বলেন, “রেলওয়ের রার্নিং স্টাফরা মাইলেস ভাতা বৃদ্ধিসহ ৮ ঘণ্টা ডিউটির দাবিতে কর্মবিরতি পালন করছেন। যে কারণে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সান্তাহার-পাতর্বীপুর রুটসহ সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।”
ঢাকা/মোসলেম/মাসুদ