ঢাকা     শুক্রবার   ১৪ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৯ ১৪৩১

কোকোর মৃত্যুবার্ষিকীতে পিকনিক, বরিশালে আইনজীবী নেতার পদত্যাগ

বরিশাল সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ২৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:৫৯, ২৮ জানুয়ারি ২০২৫
কোকোর মৃত্যুবার্ষিকীতে পিকনিক, বরিশালে আইনজীবী নেতার পদত্যাগ

রিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী হায়দার বাবুল

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোটো ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে পিকনিক গিয়ে আনন্দ উল্লাস করার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আলী হায়দার বাবুল পদত্যাগ করেছেন। 

পদত্যাগ করা সাবেক ছাত্রনেতা আলী হায়দার বাবুল সর্বশেষ বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন।

তিনি বলেন, “যেখানে গত ২৩ জানুয়ারি সারাদেশে শোক পালন কর্মসূচি করা হয়েছে, সেখানে বরিশাল আইনজীবী সমিতির নামে আইনজীবী ফোরামের পথভ্রষ্ট কতিপয় সদস্য পিকনিকের আয়োজন করেছে। বিষয়টি আমাকে ব্যথিত করেছে। আমি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বিএনপির একজন কর্মী। তাই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোটো ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে পিকনিক করায় আমি বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।”

এ বিষয়ে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু বলেন, ‘ওই দিন পিকনিকের বিষয়ে আয়োজকদের নিষেধ করেছিলেন তিনি। কিন্তু তারা কর্নপাত করেননি। পদত্যাগের বিষয়টি আসলে মান অভিমানের।”

ঢাকা/পলাশ/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়