ঢাকা     শনিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৩ ১৪৩১

গাজীপুরে ফল পট্টিতে আগুন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ২৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১০:০৯, ২৯ জানুয়ারি ২০২৫
গাজীপুরে ফল পট্টিতে আগুন

গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় ফল পট্টিতে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আলু পট্টি, কাঁচাবাজার ও মুদি দোকানে ছড়িয়ে পড়ে।

ব্যবসায়ীরা জানান, আগুনে শত শত ফলের দোকান পুড়ে আশপাশের বিভিন্ন আড়তে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

আরো পড়ুন:

গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সজীব আহমেদ বলেন, ‘‘আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’’

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়