সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ, থানায় জিডি
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
![সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ, থানায় জিডি সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ, থানায় জিডি](https://cdn.risingbd.com/media/imgAll/2025January/raju-2501290436.jpg)
রাজু শেখ
সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর নড়াইল প্রতিনিধি রাজু শেখকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার (২৭ জানুয়ারি) নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।
জিডি সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে অবস্থিত একটি স্মৃতিস্তম্ভ ও কলেজের পূর্ব পাশের ফটকের পাশের একটি ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় সংশ্লিষ্ট সবার বক্তব্য নিয়ে সংবাদ পাঠান রাজু শেখ। রাত সাড়ে ১০টার দিকে সংবাদটি প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত হয়। এরপর রাত ১১টা ২৫ মিনিটে অপরিচিত মুঠোফোন নম্বর থেকে রাজু শেখকে অজ্ঞাতনামা এক ব্যক্তি ভাঙচুরের সংবাদ প্রকাশ করার কারণে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেন।
সাংবাদিক রাজু শেখ বলেন, ‘‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ হুমকির শিকার হয়েছি। এই হুমকি শুধু মতপ্রকাশের স্বাধীনতায় আঘাত নয়, বরং গণতন্ত্র এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে রয়েছি। আমি আশা করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনবে।’’
নড়াইল প্রেসক্লাবের সদস্যসচিব মাহবুবুর রশীদ লাবলু বলেন, ‘‘প্রকাশিত সংবাদ নিয়ে কারো আপত্তি থাকলে সে বিষয়ে যথাযথ প্রক্রিয়ার প্রতিবাদ করার সুযোগ আছে। সে সুযোগ কাজে না লাগিয়ে গণমাধ্যমকর্মীকে ব্যক্তিগত ভাবে হুমকি-ধমকি দেওয়া অপরাধ। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’’
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘‘হুমকির ঘটনায় জিডি করা হয়েছে। বিষয়টি আন্তরিকতার সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/শরিফুল/রাজীব