ঢাকা     শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৯ ১৪৩১

দু’ শিশু সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যার চেষ্টা

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ২৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:০৫, ২৯ জানুয়ারি ২০২৫
দু’ শিশু সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যার চেষ্টা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে দুই শিশু সন্তানকে বিষ পান করানোর পর মা আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে দুই শিশুর মৃত্যু হয়। উপজেলার কালিকাপুর গ্রামে বুধবার (২৯ জানুয়ারী) দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো কালিকাপুর গ্রামে হাসান শেখের ছেলের মাহির (৫) ও আরিয়ান (৯ মাস)। আত্মহত্যার চেষ্টা করে অসুস্থ রত্না খাতুন (৩০) তাদের মা।

শিশুদের বিষ পান করানো এবং মায়ের বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে অসুস্থ হওয়ার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে দুই শিশুকে মৃত ঘোষণা করা হয়। রত্না খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেশীরা জানান, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। একপর্যায়ে বাড়িতে সকলের অনুপস্থিতিতে অভিমান করে রত্না খাতুন দুই ছেলেকে বিষ পান করিয়ে নিজেও বিষ পান করেন। জানাজানি হলে দ্রুত উদ্ধার করে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাকির হোসেন দুই শিশুকে মৃত ঘোষণা করেন। তাদের মায়ের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়