ঢাকা     বৃহস্পতিবার   ২০ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৭ ১৪৩১

আ.লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে যশোরে বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ৩০ জানুয়ারি ২০২৫  
আ.লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে যশোরে বিক্ষোভ 

যশোরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা

আগামী ১ ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে যশোরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে শহরের সার্কিট হাউজের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। 

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, “বৈষম্য বিরোধী আন্দোলনে দুই হাজার ছাত্র জনতা নিহত হয়েছে। ২০ হাজারের বেশি আহত হয়েছে। এখনো তাদের রক্তের দাগ শুকায়নি। এখনো আমাদের সহযোদ্ধারা বিছানায় কাতরাচ্ছে। কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে। এ অবস্থায় নির্লজ্জ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসার পাঁয়তারা করছে। তারা এই দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা এখনো পর্যন্ত রাজপথ ছাড়েনি। ফ্যাসিবাদ বিরোধী যত শক্তি আছে, তারা এখনো নিজেদের মধ্যে ঐক্যধারণ করে আছে।” 

তিনি বলেন, “৫ আগস্ট আমরা তাদের যেভাবে বিতাড়িত করেছি একইভাবে এবারও বিতাড়িত করব। যেখানেই ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের দোসর, দালালদের পাবেন- সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের কাছে ধরিয়ে দেবেন। আমাদের নীরবতাকে তারা মনে করেছে দুর্বলতা। তোমরা যদি রাজপথে নেমে আসো, তাহলে তোমাদের আর ছাড় দেওয়া হবে না।” 

সমাবেশে আরোও বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব সাদমান বিন কবির, সদর উপজেলা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সুয়াইব হোসাইন।

ঢাকা/রিটন/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়