ঢাকা     শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৮ ১৪৩১

আগামী নির্বাচনে পি আর পদ্ধতির বিকল্প নেই: ফয়জুল করীম

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ৩০ জানুয়ারি ২০২৫   আপডেট: ২২:২২, ৩০ জানুয়ারি ২০২৫
আগামী নির্বাচনে পি আর পদ্ধতির বিকল্প নেই: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘‘স্বাধীনতার পর থেকে অর্ধশতাব্দী ধরে এ দেশের মানুষ বারবার ক্ষমতার পালাবদল দেখেছে। তারা সামরিক শাসনও দেখেছে, নির্বাচিত সরকারের শাসনও দেখেছে। প্রত্যেক শাসকই ক্ষমতায় গিয়ে স্বৈরাচারে পরিণত হয়েছে। এ দেশের মানুষ রক্ত ও জীবনের মায়া তুচ্ছ করে বারবার শাসক পরিবর্তন করেছে কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। জনগণের ভাগ্য পরিবর্তনে কোনো সরকারই কার্যকর পদক্ষেপ নেয়নি।”

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলন ঝালকাঠি জেলা সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, “কোনো দল যখন এককভাবে সরকার গঠন করে, তখন তারা সহজেই স্বৈরাচারী হয়ে ওঠে। তাই দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে আগামী নির্বাচনে পি আর পদ্ধতি (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) প্রবর্তন করতে হবে। এটি একটি অন্তর্ভূক্তিমূলক ও গণতান্ত্রিক পদ্ধতি, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করবে।” 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল আমিন। 

সংগঠনের জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাওলানা আহসানুল্লাহ খান, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস মল্লিক, সেক্রেটারি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জয়েন্ট সেক্রেটারি মো. মনিরুল ইসলাম খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি এনায়েত হোসেন মামুন, সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি প্রভাষক মনিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি নাসির উদ্দিন মৃধা, যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান ও ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ওয়ালী উল্লাহ সরদার।

ঢাকা/অলোক/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়