ঢাকা     বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ১৩ ১৪৩১

মাদারীপুরে আইনজীবী সমিতির সভাপতি ইমদাদুল, সাধারণ সম্পাদক শাকিল

মাদারীপুর প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ৩১ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৯:৪০, ৩১ জানুয়ারি ২০২৫
মাদারীপুরে আইনজীবী সমিতির সভাপতি ইমদাদুল, সাধারণ সম্পাদক শাকিল

সভাপতি মোহাম্মদ ইমদাদুল হক খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসেন শাকিল

মাদারীপুরে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। দিনভর ভোটের উত্তাপ ছড়ানোর পর রাত ১১টার দি‌কে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিজয়ীদের বে‌শির ভাগই আওয়ামী সমর্থিত।  

বৃহস্প‌তিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী ভোট অনুষ্ঠিত হয়। এতে ৩০০ ভোটারের মধ্যে ২৯৩ জনই ভোট দিয়েছেন।

নির্বাচ‌নে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য মোহাম্মদ ইমদাদুল হক খান ১৮২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। আর মাদারীপুর পৌর কৃষকলী‌গের সভাপ‌তি ও আওয়ামীপ‌ন্থি আইনজীবী মোহাম্মদ মাহবুব হোসেন শাকিল  ১৯৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, আওয়ামীপ‌ন্থি আইনজীবী সি‌নিয়র সহ-সভাপ‌তি প‌দে আনোয়ার হোসেন আরমিন ও জালালুর রহমান মোল্লা, জু‌নিয়র সহ-সভাপ‌তি মাহবুব হাসান সরোজ, সি‌নিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাকিলা পারভীন, জু‌নিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পারভেজ, কোষাধ্যক্ষ সুজন ভৌমিক, সম্পাদক-লাইব্রেরি মুনির হাসান মিঠু, সম্পাদক-মুহুরী কেএম আজিজুল হক মুকুল এবং কার্যকরী সদস্য প‌দে সৈয়দ তাহমিনা খানম তুলি, এনামুল হক, আব্দুস সালাম, ইকবাল হোসেন ও আবু সুফিয়ান ‌নির্বা‌চিত হন। 

তবে সম্পাদক-আপ্যায়ন প‌দে বদরুন নাহার কলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ভোট গণনা করে এই ফলাফল ঘোষণা করা হয়। এর ম‌ধ্যে সি‌নিয়র সহ-সভাপ‌তি প‌দে দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় ৬ মাস ক‌রে দা‌য়িত্ব পালন কর‌বেন। ফ‌লে তারা এক প‌দে দু'জনই নির্বা‌চিত ব‌লে বি‌বে‌চিত।

ঢাকা/বেলাল/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়