ঢাকা     বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ১৩ ১৪৩১

টাঙ্গাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল প্রতি‌নি‌ধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ৩১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১১:৪৪, ৩১ জানুয়ারি ২০২৫
টাঙ্গাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গ‌াইলের কা‌লিহাতী‌ মহাসড়‌কে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় রা‌কিব মোল্ল‌্যা (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হ‌য়ে‌ছেন। 

শুক্রবার (৩১ জানুয়া‌রি) ভো‌রে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের উপ‌জেলার পুং‌লি এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। 

নিহত রা‌কিব মোল্ল‌্যা ব‌রিশা‌লের লাকু‌টিয়া এলাকার রুহুল আমীন মোল্ল‌্যার ছে‌লে। তিনি মোটরসাইকেল‌যো‌গে উত্তরব‌ঙ্গের দি‌কে যাচ্ছিলেন। 

এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ ব‌লেন, “ঢাকা থে‌কে উত্তরবঙ্গগামী মোটরসাইকেল‌টি মহাসড়‌কের পুং‌লি এলাকায় পৌছা‌লে পেছন থে‌কে এক‌টি অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থ‌লে মোটরসাইকেল আরোহী রা‌কি‌বের মৃত‌্যু হয়। প‌রে তার মর‌দেহ উদ্ধার ক‌রে টাঙ্গ‌াইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।” 

তিনি আরো বলেন, “এ ঘটনায় আইনি প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ তার স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।”

ঢাকা/কাওছার/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়