ঢাকা     বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ১৪ ১৪৩১

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত 

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ৩১ জানুয়ারি ২০২৫  
বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত 

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের চালকের সহকারির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৫ জন। 

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৭টায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাকের চালকের সহকারির নাম-প‌রিচয় জানা যায়‌নি।

‌বিষয়‌টি নিশ্চিত ক‌রে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, রনবাঘা বাসস্ট্যান্ডে মহসড়কে একটি অটোরিকশার সাথে ধাক্কা লাগে বালুবাহী ট্রাকের। এর পরপরই বিপরীত দিক থেকে আসা মাছবাহী ট্রাকের সাথে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাছবাহী ট্রাকের চালকের সহকারি ঘটনাস্থলেই নিহত হন। 

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের কেবিন কেটে চালকের সহকারির লাশ উদ্ধার করে। এছাড়াও দুই ট্রাকের চালক, একজন সহকারি ও অটো রিকশার দুইজন যাত্রীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানান, দুর্ঘটনার কারনে সকাল ১০টা পর্যন্ত মহাসড়কে যানজট লেগে থাকে। পরে হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক দুইটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

ঢাকা/এনাম/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়