আজ দিনাজপুরের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

দিনাজপুরে ভোরেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে দিনাজপুর, ভোরেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীত আর ঘন কুয়াশা যেন এ জেলার জনজীবনে স্থায়ী হয়ে বসেছে। ফলে থেমে গেছে নিম্ন আয়ের মানুষের কর্মচাঞ্চল্য।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৬ টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন।
তিনি জানান, আজ সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ২ কিলোমিটার। গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯৬ শতাংশ।
তিনি আরও জানান, দেশের অন্যান্য কয়েকটি জেলার আজকের সকাল ৬ টার তাপমাত্রা: তেতুলিয়া (পঞ্চগড়) ১০.০, রংপুর ১৪.৫, ডিমলা (নীলফামারী) ১৩.০, রাজারহাট (কুড়িগ্রাম) ১৩.০, বদলগাছি (নওগাঁ) ১৩.২, বগুড়া ১৫.৮, বাঘাবাড়ি (সিরাজগঞ্জ) ১৫.০, রাজশাহী ১৩.৮, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) ১৬.৫ ও চুয়াডাঙ্গায় ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা/মোসলেম/টিপু