ঢাকা     শনিবার   ০৮ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৩ ১৪৩১

বয়ান-জিকিরে চলছে দ্বিতীয় দিনের ইজতেমা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ১ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১০:৫৬, ১ ফেব্রুয়ারি ২০২৫
বয়ান-জিকিরে চলছে দ্বিতীয় দিনের ইজতেমা

শুরায়ি নেজামের প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ শনিবার (১ ফেব্রুয়ারি)। নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে গভীর মনোযোগে ধর্মীয় বয়ান শুনে ও জিকিরে সময় কাটছে মুসল্লিদের। কাল সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব। 

মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য ৯টি‌ বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। এছাড়াও আগামীকাল আখেরি মোনাজাত উপলক্ষে মধ্যরাত থেকে মোনাজাত শেষ না পর্যন্ত টঙ্গীর ইজতেমা ময়দানের আশেপাশের মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

 

ইজতেমার মূল মঞ্চ থেকে বিভিন্ন ভাষায় ইসলামী বিধি-বিধানের ওপর দিক নির্দেশনামূলক বয়ান দিচ্ছেন জ্যেষ্ঠ মুরুব্বিরা। ৪১টি খিত্তায় অবস্থান নিয়ে সে বয়ান শুনছেন হাজারো মুসল্লি। শনিবার (আজ) ফজরের পর বয়ান করেন পাকিস্তানের মওলানা খোরশেদ সাহেব। সকাল ১০টায় খিত্তায় খিত্তায় তালিম হবে। বাদ যোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাঈল গোদরা সাহেব। বাদ আসর যৌতুক বিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। এরপর রাতে বয়ান করবেন ভারতের মওলানা ইব্রাহীম দেওলা সাহেব। ইজতেমা আয়োজনে সফলতার জন্য বাংলাদেশের প্রশংসা করেন দেশি-বিদেশি মুসল্লিরা। 

এদিকে আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ৯টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা এই পাঁচটি বিশেষ ট্রেন ব্যতীত টঙ্গি স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান বলেন, “আগামীকালের আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আজ মধ্যরাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাহপুর এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল থেকে আব্দুল্লাপুর পর্যন্ত মহাসড়কে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণ করা হবে।” 

আগামীকাল সকালে আখেরি মোনাজাত সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে হতে পারে। শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি মাওলানা জোবায়ের মোনাজাত পরিচালনা করবেন। আখেরি মোনাজাত শেষে দ্বীনের দাওয়াতে বের হবেন দেশ বিদেশের মুসল্লিরা।

ইজতেমার আয়োজকরা জানান, আগামীকাল আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম পর্বের আয়োজন। এ ধাপে অংশগ্রহণ করছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। জুবায়েরপন্থিদের দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থিদের ইজতেমা। অন্যদিকে ইজতেমায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঢাকা/রেজাউল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়