ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২১ ১৪৩১

কলাপাড়ায় বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ১ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৩:২৭, ১ ফেব্রুয়ারি ২০২৫
কলাপাড়ায় বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় সাড়ে ৪ ফুট দৈর্ঘ্যের একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ওমেদপুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়।

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্য মাসুদ হাসান বলেন, ‘‘সোলায়মান হাওলাদার নামের এক কৃষকের বাড়ি থেকে জালে পেঁচানো অবস্থায় সাপটি উদ্ধারের পর ওই এলাকার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। এর আগে, গতকাল পশ্চিম হলদিবাড়ি গ্রাম থেকে ৫ ফুট দৈর্ঘ্যের আরো একটি শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছিল।’’

কলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক মনি বলেন, ‘‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা স্বেচ্ছায় বন্যপ্রাণী নিয়ে কাজ করে। বন বিভাগের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল এবং আজ দুটি শঙ্খিনী সাপ উদ্ধারের পর অবমুক্ত করেছে তারা।’’

ঢাকা/ইমরান/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়