ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২১ ১৪৩১

খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ১ ফেব্রুয়ারি ২০২৫  
খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে নগরীর আড়াংঘাটা থানা এলাকার লতার বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার ডুমুরিয়া উপজেলার পশ্চিমবিল পাবলা এলাকার নির্মল সেনের ছেলে পুস্পেন সেন ও প্রভাস মন্ডলের ছেলে সৌরভ মন্ডল। আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার মিত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘‘গত রাতে দুই যুবক মোটরসাইকেলযোগে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। পরে আবার খুলনা থেকে আফিলগেটগামী একটি পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই পুস্পেন সেনের মৃত্যু হয়। আহতাবস্থায় সৌরভ মন্ডলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’’

আরো পড়ুন:

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়