ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২১ ১৪৩১

যশোরে ইজিবাইক শোরুমে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ১ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৪:৪১, ১ ফেব্রুয়ারি ২০২৫
যশোরে ইজিবাইক শোরুমে ডাকাতি

যশোরে নৈশপ্রহরীকে বেঁধে রেখে তালা কেটে একটি ইজিবাইকের শোরুমে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপশহরের গোল্ডেন বাইক শোরুমে এ ঘটনা ঘটে।

শোরুমের মালিক আবুল কাশেম বলেন, ‘‘নৈশপ্রহরী আবুল হোসেনকে গামছা দিয়ে বেঁধে ডাকাতেরা শোরুমের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতেরা ১৫০ পিস ব্যাটারিসহ ২৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি।’’

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘‘এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইসারত ও দুই কনস্টেবলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’’

ঢাকা/রিটন/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়