বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত সোয়া ৯টার মধ্যে
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

শনিবার সকালে ইজতেমা ময়দানে পুলিশের কন্ট্রোল রুমের কাছে প্রেস ব্রিফিং করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে হবে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ইজতেমা ময়দানে পুলিশের কন্ট্রোল রুমের কাছে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান।
তিনি বলেন, “ইজতেমা নিয়ে যারা বিভ্রান্তি ছড়াতে চান, তারা বিভ্রান্তি ছড়াতে পারছেন না। আখেরি মোনাজাতের আগে সকাল ৬টা থেকে ঢাকার ৩০০ ফিটের প্রান্ত, ধওর ব্রিজের প্রান্ত এবং ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমামুখী রাস্তায় সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। ইজতেমা ময়দানের মুসল্লিরা ময়দান ত্যাগ করার পর সড়কগুলো যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।”
জিএমপি কমিশনার বলেছেন, “শনিবার পর্যন্ত বিশ্ব ইজতেমার নিরাপত্তার ক্ষেত্রে কোনো প্রকার শঙ্কা বোধ হচ্ছে না। আমরা মুসল্লিদের সম্পূর্ণভাবে নিরাপত্তা দিচ্ছি। ইজতেমা কর্তৃপক্ষ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছে। তারাও নিরাপত্তার দিকটি দেখছে।”
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই ইজতেমার প্রথম পর্ব সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান।
উল্লেখ্য, তিন ধাপে হবে এবারের বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলিগ জামাত শুরায়ে নেজামের তত্ত্বাবধানে ৩১ জানুয়ারি শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৫ ফেব্রুয়ারি। ৮ দিনের বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় পর্বের বিশ্ব ইজতেমা আয়োজন করবেন মাওলানা সাদের অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেবেন সাদ অনুসারীরা।
ঢাকা/রেজাউল/রফিক