ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২১ ১৪৩১

কর্ণফুলী উপজেলা যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ১ ফেব্রুয়ারি ২০২৫  
কর্ণফুলী উপজেলা যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার দুই যুবলীগ নেতা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে কর্ণফুলী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ এ তথ্য জানান। 

গ্রেপ্তারকৃতরা হলেন- আলমগীর বাদশা (৪২) ও মোহাম্মদ মামুন (৩৫)।

আরো পড়ুন:

ওসি মুহাম্মদর শরীফ বলেন, “কর্ণফুলী উপজেলা যুবলীগের দুই নেতার বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায় মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে  শুক্রবার গভীর রাতে কর্ণফুলী থানা এলাকা থেকে যুবলীগ নেতা আলমগীর ও মামুনকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাদের চট্টগ্রাম কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবে কোতোয়ালী থানা পুলিশ।” 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়