কেসিসির সাবেক কাউন্সিলর জলি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

জেসমিন পারভীন জলি
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১০ নম্বর ওয়ার্ডের অপসারিত নারী কাউন্সিলর ও আওয়ামী লীগ নেত্রী জেসমিন পারভীন জলিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে নগরীর মোল্লাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) বিধান চন্দ্র রায় বলেন, জলি মারামারি ও গোলাগুলি মামলার আসামি। তাকে রিমান্ডে এনে এ মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক তৈমুর ইসলাম জানান, জলি খুলনা সদর থানায় গত ২১ সেপ্টেম্বর দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগিতায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ঢাকা/নুরুজ্জামান/বকুল