ঢাকা     শুক্রবার   ০৭ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২২ ১৪৩১

পাগলেও ‘মুজিব কোট’ নিতে চায় না: নুর

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ১ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২০:৩৩, ১ ফেব্রুয়ারি ২০২৫
পাগলেও ‘মুজিব কোট’ নিতে চায় না: নুর

জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে আয়োজিত আলোচনা সভায় নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, “আমি দুই বছর আগেই বলেছিলাম, আওয়ামী লীগের পতন হলে গুলিস্তানে মুজিব কোট কেনার কোনো লোক থাকবে না। গত বছরের ৫ আগস্টের পর এ দেশে মুজিব কোট পড়ার মতো লোক পাওয়া যাচ্ছে না। মুজিব কোট এখন পাগলেও নেয় না।” 

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা মাঠে জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নুরুল হক নুর বলেন, “ছাত্র আন্দোলনে শহীদদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের জন্য ও নতুন স্বাধীনতাকে রক্ষা করতে নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব এবং নতুন সংস্কৃতি প্রয়োজন। এ দেশের মানুষ এখন নতুন নেতৃত্বকে বরণ করে নিতে প্রস্তুত। নতুন নেতৃত্ব আসলে এদেশে শেখ হাসিনার মতো আর কোনো দানবের সৃষ্টি হবে না।”

আরো পড়ুন:

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, একেএম সাইদুজ্জামান।

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়