ঢাকা     শনিবার   ০৮ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৩ ১৪৩১

বগুড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে আল্টিমেটাম

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ১ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২২:৫২, ১ ফেব্রুয়ারি ২০২৫
বগুড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে আল্টিমেটাম

বগুড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীদের একাংশ। শনিবার বগুড়া জেলা স্কুল মাঠে সংবাদ সম্মেলন করেন তারা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে তা বিলুপ্তির দাবি জানিয়েছেন জুলাই আগস্ট বিপ্লবে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি বিলুপ্তের আল্টিমেটাম দিয়েছেন তারা।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া জেলা স্কুল মাঠে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে মেহেদী হাসান সাহেদ ও ও শাহ সুলতান সজীব জানান, জুলাই-আগস্টে বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা জীবন বাজি রেখে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন, তাদের বাদ দিয়ে চাঁদাবাজ, চিহ্নিত রাজনৈতিক নেতা ও বিতর্কিতদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া কমিটিতে রাখা হয়েছে। অথচ শত শত বুলেট শরীরে নিয়ে বেঁচে থাকা আহত অনেক আন্দোলনকারীকে এই কমিটিতে রাখা হয়নি। এর মধ্য দিয়ে জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে। 

তারা আরো জানান, জুলাই বিপ্লবে ১৯ জন শহীদের রক্তের বগুড়ায় তারা আবারো বঞ্চিত হয়েছেন। তারা ছাত্রলীগের মতো সিন্ডিকেট কমিটি চান না। কেন্দ্রীয় সব নেতাদের কাছে তাদের অনুরোধ, তেলবাজ কমিটি বিলুপ্ত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কলঙ্ক মুক্ত করে পুনরায় বগুড়ার সব ছাত্রদের সমন্বয়ে সার্বজনীন গ্রহণযোগ্য কমিটি দেওয়ার। এ জন্য তারা আগামী ৪৮ ঘণ্টার ভেতরে বর্তমান কমিটি বাতিল করার আহ্বান জানান। তা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা

সংবাদ সম্মেলনে বগুড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহব্বায়ক মুশফিকুর রহমান, শাহরিয়ার সিমান্ত, সংগঠক শাহ সুলতান, তৌকি তাহমিদ, বগুড়া জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মেহেদি হাসান শাহেদ, আল তুরাগ হুসাইন ও মাহমুদুন্নবী মারুফ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন থেকে গত ২৯ জানুয়ারি ঘোষিত বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলার আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া যুগ্ম-আহ্বায়ক সামিউল ইসলাম সৌধ, যুগ্ম-আহ্বায়ক মুশফিকুর রহমান, যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার সিমান্ত, সংগঠক শাহ সুলতান নিজ নিজ পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

ঢাকা/এনাম/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়