ঢাকা     রোববার   ০৯ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৪ ১৪৩১

আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগতীরে মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ০৯:২৯, ২ ফেব্রুয়ারি ২০২৫
আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগতীরে মুসল্লিদের ঢল

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে লাখ লাখ মুসল্লি উপস্থিত হয়েছেন গাজীপুরের টঙ্গীর তুরাগ ময়দানে। 

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হবে ইজতেমার আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন তাবলীগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ।

৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই হাজার হাজার মুসল্লি আসছেন ইজতেমা মাঠে। মোনাজাত উপলক্ষে আজ সকাল ৬টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মুসল্লিরা দীর্ঘ পথ হেটে ইজতেমা ময়দানে যাচ্ছেন। 

এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হচ্ছে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মানুষ।

এরপর ৩ থেকে ৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। তাতে অংশগ্রহণ করবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মানুষ। দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত হবে ৫ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

ঢাকা/রেজাউল/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়