ঢাকা     রোববার   ০৯ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৪ ১৪৩১

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ০৯:০২, ২ ফেব্রুয়ারি ২০২৫
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে ঘাটে বন্ধ রাখা হয়েছে ফেরি

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। শ‌নিবার (১ ফেব্রুয়ারি) রাত সা‌ড়ে ১০ টা থে‌কে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয় ব‌লে জানায় বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক মো. সালাহউদ্দিন।

ফে‌রি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় বেশ কিছু যানবাহন আটকা প‌ড়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, সন্ধ্যার পর থে‌কেই কুয়াশা পড়‌তে থা‌কে। রাত সা‌ড়ে ১০ টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ‌ফেরি চলাচল বন্ধ থাকায় কিছু যানবাহন আটকা প‌ড়েছে। কুয়াশা কে‌টে গে‌লে ফে‌রি চলাচল শুরু হ‌বে ব‌লে জানায় এই কর্মকর্তা।

ঢাকা/রবিউল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়