ঢাকা     রোববার   ০৯ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৪ ১৪৩১

চলছে হেদায়েতি বয়ান, ৯টার পরেই আখেরি মোনাজাত 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ০৯:২৮, ২ ফেব্রুয়ারি ২০২৫
চলছে হেদায়েতি বয়ান, ৯টার পরেই আখেরি মোনাজাত 

আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমাস্থলে মুসল্লিদের ভিড় বাড়ছে

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত আজ। এখন চলছে হেদায়েতি বয়ান। সকাল ৯ টার পরেই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ইজতেমাস্থল থেকে জানানো হয়েছে। 

প্রথম পর্বের শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির  সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়েতি বয়ান করছেন। যারা এখান থেকে চিল্লা, ৩ চিল্লার জন্য জামাতে বের হবেন, তারা জামাতে গিয়ে কি আমল করবে এবং মহল্লায় যারা এখান থেকে ফিরে যাচ্ছেন তারা নিজ এলাকায় গিয়ে কি আমল করবে তার দিকনির্দেশনামূলক বয়ান করা হচ্ছে। মাওলানা আব্দুল মতিন তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করছেন।

তিনি আরো জানান, এই বয়ানের পরেই ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব নসিহতমূলক কিছু কথা বলবেন। তা বাংলায় অনুবাদ করবেন মাওলানা জুবায়ের। এরপরই আনুমানিক সকাল ৯টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

ঢাকা/রেজাউল/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়