বরগুনায় মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নিহত আরাফাত হোসেনের মরদেহ (ইনসেটে আরাফাত)
বরগুনার তালতলীর উপজেলায় আরাফাত খান (১৯) নামে একজন মোটরসাইকেলের চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১ টার দিকে তালতলী উপজেলার শারিকখালি ইউনিয়নের কচুপাত্রা বাজারে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত আরাফাত হোসেন ভাড়ায়চালিত মোটরসাইকেল চালাতেন। তিনি শারিকখালি ইউনিয়নের জলিল খানের ছেলে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল বলেন, “নিহত যুবক আরাফাত হোসেন ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। যাত্রী পরিবহন শেষে রাতে একা মোটরসাইকেল নিয়ে তালতলী থেকে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় কচুপাত্রা বাজারে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত আরাফাতকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরও বলেন, “গোটা শারিকখালি এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ।”
ঢাকা/ইমরান/টিপু