ঢাকা     রোববার   ০৯ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৪ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে প্রেমিক-প্রেমিকার গলায় ফাঁস

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪০, ২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১০:২২, ২ ফেব্রুয়ারি ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে প্রেমিক-প্রেমিকার গলায় ফাঁস

প্রতীকী চিত্র

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকায় প্রেমিক ও প্রেমিকা একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লায় এই ঘটনা ঘটে। 

মৃতরা হলেন- খয়রাবাদ এলাকার আব্দুস সামাদের মেয়ে মো. টুসি খাতুন (২৪) ও  তার প্রেমিক শিবগঞ্জ উপজেলার আঁড়গাড়াহাটের মৃত মোশারফ হোসেনের ছেলে আব্দুর রাকিব (২৬)

গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার বলেন, “ওড়না গলায় পেঁচিয়ে টুসি ও রাকিব মাফলার গলায় পেঁচিয়ে ফাঁস দেয়। এতেই তাদের মৃত্যু হয়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল টুসি ও আব্দুর রাকিবের। শনিবার রাতে টুসি শ্বশুর বাড়িতে আব্দুর রাকিব আসলে লোকজন টের পায়। তখনই ঘরের দরজা বন্ধ করে দেয় তারা। স্থানীয় লোকজন ঘরের দরজা খুলতে বললে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ফেলে। এসময় ভিতরে ঢুকে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

ঢাকা/শিয়াম/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়