ঢাকা     মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৬ ১৪৩১

মসিকের সাবেক প্যানেল মেয়র ডন গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ২ ফেব্রুয়ারি ২০২৫  
মসিকের সাবেক প্যানেল মেয়র ডন গ্রেপ্তার

আসিফ হোসেন ডন

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) সাবেক ১ নম্বর প্যানেল মেয়র আসিফ হোসেন ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নগরীর পাটগুদাম এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

ডন ময়মনসিংহ শহরের কালীবাড়ি এলাকার বাসিন্দা। তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

ওসি সফিকুল ইসলাম বলেন, “আসিফ হোসেন ডন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রেদোয়ান আহমেদ সাগর হত্যা ও বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলার আসামি। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। গত ২৫ অক্টোবর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ডনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত বছরের ২৫ ডিসেম্বর আদালত তাকে জামিন দিলে আবারো পালিয়ে যান ডন।” 

তিনি আরো বলেন, “রবিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ডন পাটগুদাম এলাকায় এসেছেন। তাৎক্ষণিক থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে বিএনপি পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ডনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়