ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

চট্টগ্রামে যুবলীগের ২৮ নেতাকর্মী গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ২ ফেব্রুয়ারি ২০২৫  
চট্টগ্রামে যুবলীগের ২৮ নেতাকর্মী গ্রেপ্তার 

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগের ২৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার মামলা ও সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নগর পুলিশ জানায়, শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে আজ রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিএমপির বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের ২৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে কর্ণফুলী থানার শিকলবাহা ইউপি যুবলীগের সক্রিয় নেতা মো. মামুন (৩৭), পাঁচালাইশ থানার আসামি আবুল কালাম আজাদ (৩৩), শামীম (২৪), হাসান (২৫), নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাগর, ছোটন নাথ (৩২) রয়েছে। 

ঢাকা/রেজাউল/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়