ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

বরিশালে পৃথক দুর্ঘটনায় ৩ মৃত্যু

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ২ ফেব্রুয়ারি ২০২৫  
বরিশালে পৃথক দুর্ঘটনায় ৩ মৃত্যু

প্রতীকী ছবি

বরিশালের গৌরনদী এবং উজিরপুর উপজেলার পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে এবং রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে ঘটনাগুলো ঘটে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, আজ সকালে গৌরনদীর মহিলাড়া বাজার থেকে কাঁচামাল কিনে ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি যাচ্ছিলেন আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের মৃত কেতাব আলী হাওলাদারের ছেলে মিন্টু হাওলাদার। ভ্যানটি আগৈলঝাড়ার চাঁদশী এলাকায় পৌঁছালে মিন্টু চলন্ত ভ্যান থেকে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই দিন সকালে গৌরনদীর বাটাজোর এলাকায় গোয়ালঘরে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক সরদার (৬৫) নামে এক ব্যক্তি মারা যান। তিনি ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মৃত আকৃব্বর সরদারের ছেলে। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

আরো পড়ুন:

এদিকে, উজিরপুরে ধানের বীজতলা রক্ষায় ইঁদুর তাড়ানোর ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছায়েদুল ফকির (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ছায়েদুল উজিরপুর উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামের আলী ফকিরের ছেলে। 

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানান, ছায়েদুল ধান চাষের জন্য বাড়ির পাশের ক্ষেতে বীজতলা তৈরি করেছিলেন। ইঁদুর থেকে বীজতলা রক্ষায় তিনি ক্ষেতের চারপাশে বিদ্যুতের ফাঁদ পাতেন। গতকাল রাত ১২ টার দিকে সেই ফাঁদে বিদ্যুৎ সংযোগ দিয়ে বীজতলা দেখতে যান ছায়েদুল। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঢাকা/পলাশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়