ঢাকা     রোববার   ৩০ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১

পিরোজপুরে আইনজীবীর মাকে হত্যা

পিরোজপুর প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ৭ ফেব্রুয়ারি ২০২৫  
পিরোজপুরে আইনজীবীর মাকে হত্যা

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামে লক্ষ্ণী রানী ভক্ত (৭৫) নামের এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। লক্ষ্ণী রানী ওই গ্রামের মৃত সুমন্ত কুমার ভক্তের স্ত্রী ও পিরোজপুর জেলা আদালতের আইনজীবী তাপস কুমার ভক্তের মা।

স্থানীয় বাসিন্দা নুর ইসলাম শেখ জানিয়েছেন, তিনি লক্ষ্ণী রানী ভক্তের বাড়ির কিছু খেজুর গাছ কেটেছেন। তার রস দিতে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ওই বাড়িতে যান নুর ইসলাম শেখ। ঘরে কাউকে না পেয়ে পার্শ্ববর্তী বাড়ির কৃষ্ণা মন্ডলকে ডাকেন তিনি। কৃষ্ণা মন্ডল ঘরে ঢুকে লক্ষ্ণী রানীকে মৃত অবস্থায় দেখতে পান।

কৃষ্ণা মন্ডল জানিয়েছেন, শুক্রবার ভোরে তিনি লক্ষ্ণী রানীর বাড়িতে গেলে ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরে ঢুকে তিনি ওই বৃদ্ধাকে হাত-পা বাঁধা ও মৃত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেন।

নিহতের ছেলে পিরোজপুরের জেলা আদালতের আইনজীবী তাপস কুমার ভক্ত জানিয়েছেন, শুক্রবার ভোরে তিনি তার মাকে হত্যার খবর পান। তিনি দ্রুত বাড়িতে এসে বসতঘরের খাটের ওপর তার মায়ের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। 

তিনি বলেছেন, “স্থানীয় আফজাল শেখ, সন্তোষ হালদার সাধু ও মশিউর রহমান মিঠুসহ একটি গ্রুপের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে মাকে হত্যা করা হতে পারে।”

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেছেন, “সিঁদ কেটে ঘরে ঢুকে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।” 

ঢাকা/তাওহিদুল/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়