ঢাকা     রোববার   ৩০ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১

রাজবাড়ীতে পদ্মায় নে‌মে শিক্ষার্থী নি‌খোঁজ

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ৮ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৮:০৮, ৮ ফেব্রুয়ারি ২০২৫
রাজবাড়ীতে পদ্মায় নে‌মে শিক্ষার্থী নি‌খোঁজ

নিখোঁজ আসিফকে উদ্ধারে শনিবার পদ্মা নদীতে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল

রাজবাড়ীর পদ্মা নদীতে গোসলে নে‌মে মো. আসিফ মুস্তাহিদ (১৪) নামে এক শিক্ষার্থী নি‌খোঁজ হয়ে‌ছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর গোদার বাজার এলাকার পদ্মা নদীতে নি‌খোঁজ হয় সে।

‌নি‌খোঁজ আসিফ রাজবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ধুঞ্চি গোদার বাজার গ্রামের মো. আবুল পালাম আজাদের ছেলে। সে শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

আসিফের স্বজন ও স্থানীয়‌দের বরা‌তে ফরিদপুর ফায়ার সার্ভিসের লিডার মো. নেছার আলী বলেন, “আজ সকাল সাড়ে ১১টার দিকে গোদার বাজার পদ্মা নদীতে তিন বন্ধুসহ আসিফ গোসল করতে নামেন। নদীর মা‌ঝে একটি চর রয়েছে। তারা সাঁত‌রে চ‌রে যান। সেখান থে‌কে নদীর পা‌ড়ে এ‌সে আসিফের খোঁজ না পে‌য়ে স্বজন‌দের খবর দেন তার বন্ধুরা। দুপুর পৌনে ২টার দিকে ফায়ার সার্ভিস নিখোঁজ কিশোরকে উদ্ধার তৎপরতা শুরু করে।”

আরো পড়ুন:

তিনি আরো বলেন, “ফায়ার সার্ভিসের ৬ সদস্যের ডুবুরি দল আসিফকে উদ্ধারে নদীতে অভিযান চালিয়েছে। বিকেল ৫টা পর্যন্ত নদী‌তে উদ্ধার তৎপরতা চা‌লানো হলেও নি‌খোঁজ আ‌সি‌ফের খোঁজ পাওয়া যায়নি। আজ‌কের মতো উদ্ধার তৎপরতা শেষ হ‌য়ে‌ছে। রবিবার(৯ ফেব্রুয়ারি) সকাল থে‌কে আবারো উদ্ধার কাজ শুরু করবে ফায়ার সার্ভিস।”

ঢাকা/রবিউল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়