ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

নাটোরে ধরা পড়া নীলগাইটির ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ১০ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ০৮:২৬, ১০ ফেব্রুয়ারি ২০২৫
নাটোরে ধরা পড়া নীলগাইটির ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে

নাটোরের বাগাতিপাড়ায় গ্রামবাসীর হাতে আটক হওয়া বিলুপ্তপ্রায় নীলগাইটির ঠাঁই হলো গাজীপুরের সাফারি পার্কে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা নীলগাইটি পার্কে হস্তান্তর করেন। এর আগে, গত শনিবার প্রাণীটিকে আটক করা হয়।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম বলেন, ‘‘উপজেলার শেখপাড়ায় নীলগাইটি ঘোরাঘুরি দেখেন স্থানীয়রা। পরে ধাওয়া দিয়ে নীলগাইটি আটক করে স্থানীয় প্রশাসনের কাছে তুলে দেন তারা। হস্তান্তর করা নীলগাইটি পুরুষ।’’

তিনি আরো বলেন, ‘‘বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা প্রাণীটিকে সাফারি পার্কে হস্তান্তর করেছেন। এটি শারীরিকভাবে আহত। নীলগাইটিকে পার্কের বিশেষ বেষ্টনীতে রেখে বিশেষভাবে যত্ন নেওয়া হচ্ছে।’’

তবে, গত ১৬ জানুয়ারি সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে যাওয়া নীলগাইটি এটি কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা/রফিক/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়