ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

খাগড়াছড়িতে ‘ডেভিল হান্ট’ অভিযানে আ.লীগের ৮ নেতাকর্মী আটক

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ১০ ফেব্রুয়ারি ২০২৫  
খাগড়াছড়িতে ‘ডেভিল হান্ট’ অভিযানে আ.লীগের ৮ নেতাকর্মী আটক

খাগড়াছড়িতে টহলরত পুলিশ সদস্যরা

খাগড়াছড়িতে অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনা করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে আটক করেছে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাও রয়েছেন। এনিয়ে গত দুই দিনে ১৩ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, যুবলীগের নেতা মো. হাসেম, আনোয়ারুল হক, আলী আকবর, হেলাল উদ্দিন, নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম মহসিন কলেজের যুগ্ম সম্পাদক ও মহালছড়ি উপজেলা সহ-সভাপতি অভি দে, ভাইবোনছড়া ইউনিয়ন যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহমান জীবন।

পুলিশের ভাষ্য, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অভি দেকে নাশকতা সৃষ্টির প্রস্তুতিকালে রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে মহালছড়ির ২৪ মাইল নামক এলাকা থেকে আটক করা হয়। তিনি মহালছড়ি টিলাপাড়ার মৃত সূধীর দের ছেলে। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট বিপ্লবে চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলার অভিযোগ রয়েছে।

আরো পড়ুন:

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, “অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।”

ঢাকা/রূপায়ন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়