ঢাকা     সোমবার   ১৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ৪ ১৪৩১

নিজস্ব ক্যাম্পাসের দাবিতে নরসিংদী টেক্সটাইল কলেজের শিক্ষার্থীদের অবস্থান

নরসিংদী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৬:৪১, ১২ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব ক্যাম্পাসের দাবিতে নরসিংদী টেক্সটাইল কলেজের শিক্ষার্থীদের অবস্থান

জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব ক্যাম্পাস করাসহ নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরে নেওয়ার দাবি জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল হতে টানা সেখানে অবস্থান করছেন তারা। 

এর আগে মঙ্গলবার প্রায় ৪ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। মঙ্গলবার রাত হতে টানা আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনেও চলছে এ কর্মসূচি।  

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা জানান, নিজস্ব ক্যাম্পাস করাসহ তাদের কলেজকে বস্ত্র অধিদপ্তরে নেওয়ার দাবিতে দীর্ঘ ৭ মাস ধরে দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভ-সমাবেশ, মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তারা। তাদের এ ন্যায় সঙ্গত দাবি না মেনে গত সোমবার (১০ ফেব্রুয়ারি) এক সপ্তাহের মধ্যে কলেজটির শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালিহাতির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সংযুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়।

আরো পড়ুন:

কলেজের কার্যক্রম বন্ধ করে নেওয়া এমন সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তারা। জনভোগান্তির কথা বিবেচনা করে অবরোধ তুলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয়। দিন ও রাতে টানা সেখানে অবস্থান করবেন বলে তারা জানিয়েছেন। 

টাঙ্গাইলে স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের আওতায় নিয়ে পরিচালনা, অস্থায়ী ক্যাম্পাসে নতুন সেশনে ভর্তি কার্যক্রম চালু রাখা, নিজস্ব ক্যাম্পাস প্রতিষ্ঠা করা, শিক্ষক নিয়োগসহ প্রয়োজনীয় দাবি পূরণ না হলে আন্দোলন চলমান থাকবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় কলেজ স্থানান্তরিত করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তারা। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কলেজের কার্যক্রম বন্ধ করে আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে যেতে নির্দেশনা দেওয়া হয়।

নরসিংদী জেলা প্রশাসক রাশেদুল হোসেন চৌধুরী জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে তাদের তিনি কথা বলেছেন। সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।
 

ঢাকা/হৃদয়/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়