ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

নোয়াখালীতে অবৈধ ১৩ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৫  
নোয়াখালীতে অবৈধ ১৩ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা

নোয়াখালীতে অবৈধ ১৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এ সময় ইটভাটা গুলোর মালিককে ১১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ১৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা ও জরিমানা করা হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযানে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনের লক্ষ্যে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে অভিযান পরিচালনা করে ১৩টি ইটভাটা বন্ধ করা হয়। এ সময় ১১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে হাতিয়া উপজেলায় ৩টি ইটভাটার চিমনি ও চুলা গুড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সুবর্ণচর উপজেলায় ৩টি ইটভাটা বন্ধ করে পাঁচ লাখ টাকা, কবিরহাট উপজেলায় ২টি ইটভাটা বন্ধ করে এক লাখ টাকা, কোম্পানীগঞ্জ উপজেলায় ২টি ইটভাটা বন্ধ করে দুই লাখ টাকা, বেগমগঞ্জ উপজেলায় ১টি ইটভাটা বন্ধ করে পঞ্চাশ হাজার টাকা এবং সেনবাগ উপজেলায় ২টি ইটভাটা বন্ধ করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন বলেন, ‘‘আইনের ব্যত্যয় ঘটিয়ে নিষিদ্ধ স্থানে ইটভাটা গুলো পরিচালিত হচ্ছিল। যে কারণে ইটভাটা গুলো গুড়িয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অভিযানের নেতৃত্ব দেন। বন্ধ ঘোষণার পাশাপাশি ইটভাটা গুলোর মালিককে ১১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’’

ঢাকা/সুজন/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়