ঢাকা     শুক্রবার   ১৪ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৯ ১৪৩১

অপারেশন ডেভিল হান্ট, খাগড়াছড়িতে আরো ১১ জন গ্রেপ্তার 

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৭:১৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
অপারেশন ডেভিল হান্ট, খাগড়াছড়িতে আরো ১১ জন গ্রেপ্তার 

এ নিয়ে গত পাঁচ দিনে খাগড়াছড়িতে ৫৮ জনকে গ্রেপ্তার করা হলো।

অপারেশন ডেভিল হান্ট-এর আওতায় খাগড়াছড়ি জেলা সদর, গুইমারা, মাটিরাঙ্গা, দীঘিনালা, মহালছড়ি ও মানিকছড়ি উপজেলা থেকে ১১ জন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে খাগড়াছড়িতে ৫৮ জনকে গ্রেপ্তার করা হলো।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ দিন-রাত অভিযান চালাচ্ছে। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে বলে জানান তিনি।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে গুইমারা উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মহব্বত আলী শেখ, ছাত্রলীগের গুইমারা উপজেলা সহ-সভাপতি মো. মহসিন প্রকাশ হৃদয়, মানিকছড়ি উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, খাগড়াছড়ি পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাহাবুল ইসলাম রাহুল, ছাত্রলীগের কর্মী মো. বেলাল হোসেন, আরিফুল ইসলাম, মহালছড়িতে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি যুবলীগ নেতা মোহাম্মদ লাল মিয়া; 

পানছড়িতে যুবলীগ নেতা মো. আক্তার হোসেন, মাটিরাঙ্গা জেলা মুক্তিযোদ্ধালীগের সাধারণ সম্পাদক আসামী জাফর উল্যাহ, ছাত্রলীগ নেতা মো. রাসেল ও দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন।

ঢাকা/রূপায়ন/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়