ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

পাহাড় কাটায় মাটি খেকোকে কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৫  
পাহাড় কাটায় মাটি খেকোকে কারাদণ্ড

দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে পাহাড়ি টিলা কেটে মাটি বিক্রি করে আসছে।

হবিগঞ্জের চুনারুঘাটে পারকুল চা বাগান এলাকায় পাহাড় কাটার অভিযোগে বৈরত বৈদ্য নামে এক মাটি খেকোকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেলার চুনারুঘাট উপজেলার পারকুল চা বাগান এলাকার বাসিন্দা রথু বৈদ্যের ছেলে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া। 

এর আগে সকালে তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় পারকুল চা বাগান সংলগ্ন পাহাড়ি টিলা কেটে মাটি বিক্রির করা অভিযোগে বৈরত বৈদ্যকে আটক করা হয়।

টিলা থেকে মাটি কাটার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা লঙ্ঘনের জন্য বৈরত বৈদ্যকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে পাহাড়ি টিলা কেটে মাটি বিক্রি করে আসছে। এতে প্রাকৃতিক পরিবেশ হুমকিতে পড়েছে। এ বিষয়টি নজরে আসলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ঢাকা/মামুন/এস 


সর্বশেষ

পাঠকপ্রিয়