জুমার নামাজ পড়ার সময় মুসল্লির মৃত্যু
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রতীকী ছবি
ফেনীতে জুমার নামাজ পড়ার সময় আবদুল আলিম (৩৬) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মিজান রোড এলাকার তমিজিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল আলিম ঢাকার সাভার এলাকার বাসিন্দা। ফেনীতে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবদুল আলিম তমিজিয়া মসজিদের নির্মাণ কাজে (রাজমিস্ত্রি) ফেনীতে অবস্থান করছিলেন। দুপুরে মসজিদের তৃতীয় তলায় জুমার নামাজের প্রথম রাকাত চলাকালীন তিনি ফ্লোরে লুটিয়ে পড়েন। পরে মুসল্লিরা নামাজ শেষে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরিফুল আমিন রিজভী নামে এক মুসল্লি বলেন, “নামাজরত অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার পাশে একটি ব্যাগ, দুটি ডিম, একটু মরিচের গুঁড়া ও লবণ রাখা ছিল। এসব হয় তো খাওয়ার জন্য নিয়েছিলেন। কিন্তু তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন।”
ফেনী জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মিরাজ হোসেন বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।”
ঢাকা/সাহাব উদ্দিন/সাইফ