চট্টগ্রামে ৭ তলা ভবনে আগুন, ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
চট্টগ্রাম নগরীর হালিশহরের সাত তলা বিশিষ্ট একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংগঠিত এই আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, হালিশহর মুন্সিপাড়া এলাকায় অবস্থিত সাত তলা ভবনের ৫ম তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক স্টেশন থেকে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। রাত পৌনে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা/রেজাউল/এস